শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

ভালোবাসার কবিতা

যদি প্রশ্ন করো বলে দিতে পারি
তোমার জন্য কত হাজার,
অযুত নিযুত ভাবনাময় সকাল।
তোমার দু'চোখের স্বপ্ন ছুঁতে ছুঁতে
কতশ' বলাকার পাখা মেলে চলা।

শহর যেখানে শান্ত হয়ে থাকে
সেই নদীটার ঝুলানো ব্রীজের কাছে
নক্ষত্রের মত জ্বলতে থাকা
আলোদের দেখতে থাকি।

তোমার প্রশ্নের অপেক্ষায় থাকি।
যদি বলো নদীর পাশে এলেই মনে হয়
সারাক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকি তোমাকে।
হারিয়ে যাই নদীর স্বচ্ছ জলের নীচে।
দিই ডুবসাঁতার।

ফুলের গন্ধ ভেসে আসে কোথাও থেকে
একদম ছেলেবেলার কাঁঠাল চাঁপার মত।
সময় এর কাছে থেমে যাই কি আমরা?
আকাশে জ্বলতে থাকা তারাদের দিকে তাকিয়ে
তোমার প্রশ্নের অপেক্ষায় থাকি।

তুমি এলে
আগুন ঝরানো অনুভব নিয়ে বসে থাকি
তুমি আর আমি
পৃথিবীর পুরাতন মানব মানবী।
কান পেতে থাকি
যদি প্রশ্ন করো কতটুকু ভালোবাসি।

জানোতো
ভালোবাসার অমল বোধটুকু বুকে তুলে রাখা
সেতো তোমারই জন্য।
নিবীড়তায় বলা হয় কই ভালোবাসা ভালোবাসি!

চোখ মেলে ভালোবাসি।
চোখ বুজে ভালোবাসি।
নির্জনে ভালোবাসি
জনারণ্যে ভালোবাসি।
তোমার দেয়া স্বপ্ন ভালোবাসি
তোমার দেয়া রংধনু রং ভালোবাসি।
তোমার দেয়া নিত্যদিনের 
কবিতা ও গান ভালোবাসি রাখাল ছেলে।



1 টি মন্তব্য:

  1. জেনে নিন পুরুষের একান্ত যৌন দুর্বলতা ও করণীয়

    গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে গেছে ।

    প্রিলের দিকে মাসে রুপার হাতে আংটি পড়ায় দিয়ে যায়

    শেষ প্রেম - ভালবাসার গল্প

    মিথ্যা প্রেমের গল্প

    পরীক্ষার আগের রাতে মাথা নষ্ট

    প্রেমিকা প্যারা দিচ্ছে

    গল্প : চুমো খেয়ে প্রেগন্যান্ট

    বউ হিসেবে কোন রাশির মেয়ে কেমন?

    কোন রাশির মেয়ে স্ত্রী হিসাবে পেলে সবচেয়ে সুখী হবেন, কী বলছে আপনার ভাগ্য

    যে উপায়ে হতাশা কাটাবেন যে উপায়ে হতাশা কাটাবে

    মেয়েদের মন জয় করার SMS

    মাথা নষ্ট করা প্রেমের টিপস

    দাম্পত্য জীবনে সুখী হবার একটা উপায়

    সংসার জীবনে ভালোবাসাকে প্রাণবন্ত করে রাখতে হয়

    স্ত্রীর যেসব গুণাবলীর কারণে স্বামীরা তাদের ভালোবাসেন

    খুব খারাপ একটি ফোন আলাপ

    নতুন ফোন আলাপ প্রেমিক যুগলের

    উত্তরমুছুন