শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

প্রেম ভালোবাসা নিয়ে যত উক্তি

১.প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি.................. হল.রুক.জ্যাকসন ।

২.প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে ..................... প্লেটো । 

৩.প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়............ জ্যা পল বিশার । 

৪.প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়......... স্কুট হাসসুন ।

৫.প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য...................... জর্জ চ্যাপম্যান ।

৬.প্রেম লুকানো পথ চেনে ................ জার্মান প্রবাদ। 

৭.ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ............ টমাস ফুলার ।

৮.ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না .................. টমাস ফুলার ।

৯.ঘৃণা অন্ধ, প্রেমের মতই........................... টমাস ফুলার ।

১০.কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে........ দস্তয়েভস্কি। 

১১.কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া......... কনফুসিয়াস।

১২.যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে ............ এলিজাবেথ বাওয়েন ।

১৩.বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না ........................চার্লস কনটন। 

১৪.যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে..................... অষ্টম এডওয়ার্ড । 

১৫.ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা.............হ্যাভনক এলিস। 

১৬.ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি............ জাঁ ফ্রাঁসোয়া রেনার। 

১৭.ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন অনুভূতিই না থাকে তার প্রতি............জাঁ রাসিন । 

১৮.যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই..................কীটস্।

১৯.ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না............রেগনার্ড।

২০. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না.............. বায়রন। 

২১. ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না............টেনিসন ।

২২. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়...............ডেভিড রস ।

২৩. জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ .......... সেকেনা। 

২৪. প্রেম হলো সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে....... বার্নার্ড শ।

২৫. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ............... হুমায়ূন আজাদ।

২৬. কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না... বসন্ত বাউরি।

২৭.ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা...মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ...............সমরেশ মজুমদার। 

২৮.মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।

২৯.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন......রবীন্দ্রনাথ ঠাকুর ।

৩০ .আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়............রবীন্দ্রনাথ ঠাকুর।

৩১. পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো.............নির্মলেন্দু গুণ। 

৩২.মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র"................এইচ.জি.লরেন্স।

৩৩. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ............কাজী নজরুল ইসলাম। 

৩৪.একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি,জামা,মাথা
থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ!..................অঞ্জন দত্ত.। 

1 টি মন্তব্য: