সোমবার, ২২ অক্টোবর, ২০১২

বাংলাদেশে Youtube চালু হচ্ছে না,আসুন চালু করে নিই...


বাংলাদেশে এখন সরাসরি ইউটিউব সাইট-এ প্রবেশ করা সম্ভব নয় । অনেকে  (http:// এর জায়গায়  https://) ব্যবহার করে ইয়টিউব এ প্রবেশ করলেও তা অনেক সময় নেয় এবং ভিডিও প্লে করা সম্ভব হয় না । আবার কেউ কেউ আইপি চেইঞ্জ করে প্রবেশ করে তা নেট এর স্পিড কে কমিয়ে দেয় । আবার অনেকে কিছু সফটওয়্যার ব্যবহার করে যা নেট এর স্পিড কে কমিয়ে দেয় ।

আমি আজ একটি সফটওয়্যার  শেয়ার করব যা দিয়ে আপনারা খুব সহজেই ইউটিউব এ ব্রাউজ করতে পারবেন, এটি ভিডিও প্লে তো করবেই আবার নেট এর স্পীড স্লো করবে না । আপনারা যারা এই সফটওয়্যার সম্পর্কে জানেন কিংবা আমার আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমা করবেন ।
সফটওয়্যারটির নাম Hotspot Shield ।
ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন ।
পাসওয়ার্ড এর জন্য এইখানে ক্লিক করুন ।
পাসওয়ার্ডটি  Extract করার সময় লাগবে ।
Extract করে ইন্সটল করুন । ইন্সটল সম্পূর্ণ হলে পিসি একবার রিস্টার্ট দিন ।
এবার সফটওয়্যার টি চালু করুন, উপরের পিকচার এর মত দেখতে পাবেন ।
সেখান থেকে  connect  এ ক্লিক করুন ……
হয়ে গেলে আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন… আপনার ব্রাউজার এর উপরে নিচের পিকচার এর মত যদি সবুজ রঙ এর  C দেখা যায় তবে আপনি
ইউটিউব সহ ব্লক করা যেকোনো সাইটে প্রবেশ করতে পারবেন ।
সবুজ না হয়ে অন্ন কোন রঙ হলে কিছুক্ষণ অপেক্ষা করুন ।
প্রথম কানেক্ট হতে এবং সাইটে প্রবেশ করতে এক বা দুই মিনিট সমায় নিতে পারে ।
সবাইকে ধন্যবাদ । 

পরিবর্তন হয়ে যাচ্ছে সিমকার্ড কেনার প্রক্রিয়া…জেনে নিন কিভাবে কি’করবেন……



Click Here For Moer Information-সহজ উপায়ে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাম্প্রতিক নিয়মানুযায়ী এখন থেকে নতুন মোবাইল সংযোগ- পোষ্ট-অ্যাক্টিভেশন পদ্ধতিতে চালু করা হবে।

এজন্য গত ১১ তারিখের পূর্বেই দেশের সকল স্থান থেকে SIM -(সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) বিক্রয় সাময়িক বন্ধ হয়ে যায়।

এখন থেকে নতুন উপায়ে পরিচয় যাচাইয়ের পরেই কেবলমাত্র নতুন সংযোগ ব্যাবহার করা যাবে।

এ’বিষয়ে ইতিমধ্যেই ব্যাপক প্রচার-প্রচরণা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায়- নতুন সিম চালু করার বর্তমান পদ্ধতি জানিয়ে, আজকের এই লেখাটি আপনাদের সাথে শেয়ার করলাম।

 নতুন সিম সক্রিয় করার পদ্ধতি ->

 যাদের জাতীয় পরিচয়পত্র  (ন্যাশনাল আইডিকার্ড) আছে, তাদের জন্য নিম্নেবর্ণিত নিয়ম প্রযোজ্যঃ

❶ ক্রেতাকে তার নিজের মূল জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) ও পাসপোর্ট সাইজের ছবি স্ব-শরীরে নিয়ে এসে গ্রাহক ফর্ম পূরণ করতে হবে।

❷ ক্রেতার দেয়া গ্রাহক ফর্মের সকল তথ্য, যেমন-নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ, পিতা, মাতার নাম, ঠিকানা, ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ অন্যান্য তথ্য বিক্রেতা তার জাতীয় পরিচয়পত্রের সাথে যাচাই করে নিশ্চিত হবেন।

❸ বিক্রেতা অনুরূপভাবে সনাক্তকারীর প্রদত্ত তথ্যসমূহও যাচাই করে নিশ্চিত হবেন।

❹ এরপর বিক্রেতা, ক্রেতাকে একটি নতুন নিষ্ক্রিয় সংযোগ প্রদান করবেন এবং বিক্রেতা ক্রেতার প্রয়োজনীয় তথ্য ও গ্রাহক নিবন্ধন ফর্ম অপারেটরের নিকট পাঠাবেন।

❺ এরপর ক্রেতা সংযোগটি চালু করার উদ্দেশ্যে নিম্নে বর্ণিত পদ্ধতিতে তার এনআইডি নম্বরটি অপারেটরের নিকট পাঠাবেন।

❻ গ্রাহক নিবন্ধন ফর্ম প্রাপ্তি সাপেক্ষে সবকিছু যাচাই করে যথাসম্ভব স্বল্প-সময়ের মধ্যে (সর্বোচ্চ ৩ দিন) অপারেটর সংযোগটি চালু করবে এবং বিক্রেতা ও ক্রেতার কাছে সংযোগ চালু হওয়া বিষয়ে একটি SMS নোটিফিকেশন পাঠাবেন।

 যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্য নিম্নবর্ণিত নিয়ম প্রযোজ্যঃ

ভোটার হওয়ার উপযুক্ত অথচ যাদের অনুকূলে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়নি, কিন্তু বিকল্প বৈধ ফটো আইডি (যেমন-পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) আছে, তারা নিকটবর্তী মোবাইল অপারেটরের গ্রাহক সেবাকেন্দ্র (কাস্টমার কেয়ার সেন্টার) হতে গ্রাহক নিবন্ধন করতে পারবেন।

 যাচাই এবং সংযোগ প্রদানের পর বিক্রিত সংযোগটি সক্রিয় করার জন্য বিক্রেতার করণীয়ঃ

 সিটিসেল ও টেলিটক ব্যতীত আর সব অপারেটরের জন্য-
বিক্রেতার নিজস্ব হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *৮৮৭#এবং মোবাইল নম্বর অপশনে যে সংযোগটি বিক্রি করেছেন, সেই মোবাইল নম্বরটি পরপর দুই (2) বার লিখুন। এরপর এনআইডি অপশনে কাস্টমারের ন্যাশনাল আইডি নম্বরটি লিখুন।

 সিটিসেলের ক্ষ্রেত্রে-

বিক্রিত সংযোগটির নম্বর <স্পেস> কাস্টমার এনআইডি নম্বর <স্পেস> পয়েন্ট অব সেলস কোড লিখে এসএমএস করুন ৫৫৫নম্বরে।

 টেলিটকের ক্ষেত্রে-

বিক্রিত সংযোগটির নম্বর <স্পেস> কাস্টমারের এনআইডি নম্বর লিখে SMS করুন ৮৮৭ নম্বরে।

 ক্রয়কৃত সংযোগটি সক্রিয় করার জন্য ক্রেতার করণীয়ঃ

 নতুন সংযোগটি আপনার হ্যান্ডসেটে সেট করুন।

 সিটিসেল ও টেলিটক ব্যতীত আর সব অপারেটরের জন্যঃ

এরপর হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *৮৮৮#এবং আপনার জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বরটি লিখুন।

 সিটিসেলের ক্ষেত্রেঃ

নতুন কেনা সংযোগটির নম্বর থেকে আপনার এনআইডি নম্বর লিখে ৪৪৪নম্বরে SMS করুন ।

 টেলিটকের ক্ষেত্রেঃ

নতুন কেনা সংযোগটির নম্বর থেকে আপনার এনআইডি নম্বর লিখে ৮৮৮ নম্বরে SMS করুন।

❺ সংযোগ চালু হওয়ার জন্য অনুগ্রহ করে আপনার অপারেটরের এসএমএস নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন।

                                                                         AHS

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

অবশেষে বাংলাদেশে উদ্বোধন হল থ্রিজি‘র!!

বিসমিল্লাহির রহমানীর রহীম। থ্রিজি এর একটি বিশেষ সংজ্ঞা হল: Application services include wide-area wireless voice telephone, mobile internet access, video calls and mobile TV, all in a mobile environment. আর অবশেষে বাংলাদেশে সরকারী মোবাইল কোম্পানী টেলিটক এর পরিক্ষামূলক থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করলেন মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক অনুষ্ঠান টির সভাপতিত্বে ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, সচীব সুনীল কান্তি বোস, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জু  এবং কম্পিউটার প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানের আলোচনা কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন: বাংলাদেশে মোবাইলের বহুল প্রচলন হলেও এর প্রযুক্তিতে বাংলাদেশ অন্যান্ন দেশের চেয়ে অনেক টা পিছিয়ে ছিল। কিন্তু এখন থেকে বাংলাদেশ এই মোবাইল ফোন প্রযুক্তিতে অন্যান্ন দেশের সাথে প্রতিযোগিতা না করতে পারলেও তাদের সমকক্ষ হতে পারবে বলে আশা রাখি। সমগ্র অনুষ্ঠান টি আয়োজন করা হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবং আয়োজক ছিলেন: টেলিটক।
সুবিধা:
1. থ্রিজি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে।
2. এতে করে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে।
3. ভিডিও কল এর ক্ষেত্রে থ্রিজি বিশেষ ভূমিকা পালন করে।
4. এক কথায় থ্রিজির সবচেয়ে বড় সুবিধা হল: মোবাইল ভিডিও কল ও মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট এর প্রাণ।
সবাইকে অনেক ধন্যবাদ

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

Windows 7 বা Windows XP কে পরিণত করুন Windows 8

যারা Windows 7 বা Windows XP ব্যবহার করেন তাদের জন্য এ Post.Windows 8 Theme Pack টি Download করে আপনার Windows 7 বা XP রূপান্তরিত করুন Windows 8 -এ. Transformation Pack টি নিচের Link থেকে Download করুন:
Windows 8 Transformation Pack 6.0

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

Download করুন প্রয়োজনীয় কিছু Software এর Latest Version

অন্যের মোবাইলে বা কম্পিউটারে ফেসবুক লগআউট করতে ভুলে যা করবেন !!!



এই পোস্ট টা ফেসবুক এর সিকিউরিটি নিয়ে ।
যারা বিষয়টি জানেন না , তাদের এটা জানা আকান্ত জরুরি ।
কোন কোন সময় এমন হয় যে, কোন সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারো মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন লগ আউট করতে ভুলে গেছেন। এটা একটি বিশাল বিপদ। এখন যে কেউ ওই কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনার ফেসবুক আক্সেস করতে পারবে । এখন আপনি কি করবেন ? আবার ওই কম্পিউটার বা মোবাইল এ গিয়ে লগ আউট করে আসবেন !! নাহ, ফেসবুক সিকিউরিটি এর দউলতে এটা আপনাকে করতে হবে না । আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঐ কম্পিউটার বা মোবাইল এর ফেসবুক লগ আউট করতে পারবেন।
এজন্য যা করতে হবে দেখে নিন ……
১. প্রথমে আপানার PC বা MOBILE থেকে ফেসবুক এ লগইন করুন।
২. এবার Account Setting এ যান।
৩. তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন
৪. এখন Current Session   এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।
৫. এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
বিঃদ্রঃ অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুক এ লগইন করার সময় কখনই “Keep me login” এ ক্লিক করবেন না । আর , পাসওয়ার্ড ও সেভ করবেন না ।
আশা করি উপকারে আসবে ।
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।

কয়েক Second -এ হাজারেরও বেশী Folder তৈরী করুন

কয়েক Second -এ হাজারেরও বেশী Folder তৈরী করতে হলে Notepad ওপেন করুন.তারপর নিচের Code টি Copy করে Notepad -এ  Paste করে দিন

@echo off
:top
md %random%
goto top
তারপর Save as -এ Click করে ahs.bat (আপনি যেকোন নামে Save করতে পারেন,তবে নামের শেষে .bat দিতে হবে).
এবার Save করা File টিতে Double Click করলে দেখবেন  হাজারেরও বেশী Folder তৈরী হয়ে গেছে.Close না করা পরযন্ত Folder তৈরী হতে থাকবে.এটি Desktop -এ রান করাবেন না.তাহলে Computer হ্যাং করবে.
যদি শএুর Computer এ দিতে চান তাহলে Startup এ গিয়ে File টি Copy করে Paste করে দিন. 
THANK YOU ALL

নেট সংযোগে ২ জিবি সাইজের যে কোন ফাইল শেয়ার করুন আপনার বন্ধুর পিসিতে! কোন প্রকার ডাউনলোড ছাড়াই!!


অফিসের কোনো জরুরি ফাইল অথবা কোনো বন্ধুকে কিছু ছবি হয়তো পাঠাতে চাইছেন ইন্টারনেটের মাধ্যমে। এখন তাহলে উপায় কী। উপায় হলো, দেওয়া ফাইলটি, অথবা কোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করে দেওয়া। আপনার ফাইলটির আকার হলো ৫০০ মেগাবাইট। প্রথমত, এটি আপনি ই-মেইল করতে পারছেন না, আর যদি ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুর কাছে পাঠাতে চান, তাহলে আপনাকে নিজের ৫০০ মেগাবাইট ডেটা খরচ করতে হবে, সেই সঙ্গে ফাইলটি আপলোড হতে বেশ কিছু সময়ও নেবে। 
আবার আপনার বন্ধু যখন সেই ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে ফাইলটি নামিয়ে নেবেন, তখন তারও খরচ হবে সেই ৫০০ মেগাবাইট ডেটা আর বেশ কিছু সময়। এখন কত সময় লাগবে আপনার কাছ থেকে ফাইলটি বন্ধুর কাছে পৌঁছতে, নিশ্চয় বুঝতে পারছেন। এখন যদি এমন হতো, আপনার ফাইলটি আপনাকে ইন্টারনেটে সময় এবং ডেটা খরচ করে আপলোড করতে হলো না। শুধু ফাইলের অবস্থান দেখিয়ে দিলেন আর বন্ধু সেটা সরাসরি আপনার কম্পিউটার থেকেই নামিয়ে নিলেন। এটা সম্ভব এবং একেবারেই বিনা মূল্যে। এ জন্য আপনাকে জাস্ট বিম ইট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। উক্ত সাইটে প্রবেশ করতে হলে নিচের লিংকে ধাক্কা দিন
JUST BEEN SITE
এবারে কাঙ্ক্ষিত ফাইলটি টেনে এনে ওই পেজের বক্সে ফেলুন অথবা সিলেক্টে ফাইল টু বিম  অপশন থেকেও ফাইলটি কম্পিউটারে কোথায় আছে দেখিয়ে দিন। এবারে নতুন একটি পেজে‘শেয়ার দিস লিংক’-এর নিচে একটি লিংক পাবেন।
সেটি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। এখন আপনার বন্ধু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, ওই লিংকে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ফাইলটি খুব সহজেই নামিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটের সাহায্যে প্রতিবারে সর্বোচ্চ ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন একেবারে বিনা মূল্যে। আরেকটি কথা, ডাউনলোডের সময়টুকুর মধ্যে আপনার কম্পিউটার অবশ্যই চালু থাকতে হবে এবং সেই সাথে নেট সংযোগ চালু  থাকতে হবে।

ইউন্ডোজ সেভেন এ্যাকটিভ করুন খুব সহজেই


যে সকল বন্দু গন ইউন্ডোজ সেভেন ব্যাবহার করেন শুধুমাএ তাদের জন্য।
আমরা অনেকেই ইউন্ডোজ সেভেন ইউজ করি।কেউ আসল আর কেউবা নকল
আমার যানামতে খুব কম সংখ্যাক লোকে জেনুইন উইজ করেন।
আর যারা নকল বা কপি ইউজ করি তারা জ্ঞাত বা অজ্ঞাত ভাবে আমাদের
পিসিতেআপডেট চাইলেই বা অটোমেটিক ভাবে আপডেট দিয়ে ফেলি বা হয়ে যায়।
এবং তখনি বাধে জামেলা আপনাকে ২৮/থেকে ২৬দিনের মধ্যে  ইউন্ডোজ
এ্যাকটিভ করতে হবেই হবে।
নতুবা নিস্তার নেই।বা নতুন করে আপানাকে আবার ইউন্ডোজ সেটআপ দিতে হবে।
তবে কেউ কেউ ছালাক ও আছেন যারা অটোমেটিক আপডেট হাইড করে রাখেন।
ব্যাপারটা যারা পুরনো তাদের ই বেশি জানা।নতুনরা খুব কম ই জানেন
যাই হউক এই রকম সমস্যায় কেউ যদি এখন থেকে থাকেন।তাহলে আমার এই এ্যাকটিভেটর
টিকে আমি আপনার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দিলাম।
শুধু এ্যাকটিভ বাটম প্রেস করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না
কিন্তু আপনি ফলাফল টা কেমন পেলেন।অনেক লোডার বা এ্যাকটিভ সফটওয়্যার তো দেখেছেন।
এই রকম কি কখনো পেয়েছেন?
সেটা আশা করি আপনাদের মুখ থেকেই  আমি শুনতে পারবো ইনশাআল্লাহঃ
আল্লাহ্‌ হাফিজ

Windows 8 Wallpapers collection HD Pack-1










শিরোনাম দেখেই বুজতে পারছেন।
কি শেয়ার করতে যাচ্ছি
আমি আসলে কখনো ওয়ালপেপার ডাউনলোড করি নাই বা
ব্যাবহার ও করি নাই ইউন্ডোজ এর সাথে যাহা থাকে তাহা নিয়েই সন্তুষ্ট থাকি।
কিন্তু এই ওয়ালপেপার গুলো আমি গুরতে গুরতে পেয়ে গেলাম এবং আমার
কাচে দারুন ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি আপনাদের ও ভালো লাগবে।
৩০টির মত আছে আর সবকয়টিই হলো ইউন্ডোজ ( ৮ ) এইট এর
আল্লাহ্‌ হাফিজ।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

সকলের চোখের আড়ালে পেনড্রাইভের ডাটা কপি করুন (পিসিতে পেনড্রাইভ লাগালেই পেনড্রাইভে থাকা ডাটা অটোমেটিক আপনার…

বন্ধুরা আজ আমি আপনাদের যে সফট্ওয়ারটি উপহার দেব সেই সফট্ওয়ারটির  নাম নেই  বললেই চলে। এই সফট্ওয়ারটি আপনার কম্পিউটারে ইনস্টল দিলে অন্যের পেনড্রাইভ আপনার কম্পিউটারে ঢুকানো মাত্র পেনড্রাইভে রাখা ফাইল সবার অজান্তে অটোমেটিক ভাবে আপনার কম্পিউটারে কপি হয়ে যাবে ।
 প্রথমে সফট্ওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করার পর এটি ওপেন করুন ওপেন করার পর নিচের মত স্কিন আসবে
এখন আপনি ডান পাশে Browse এ ক্লিক করে যে স্থানে অটোমেটিক পেনড্রাইভের ফাইল  কপি হবে সে ফোল্ডারটি ধরিয়ে দিন । এখন স্টার্ট বাটনে ক্লিক করে সফট্ওয়ারটি মিনিমাইজ করুন । আপনার কাজ শেষ । এখন অন্যের পেনড্রাইভ আপনার কম্পিউটারে ঢুকিয়ে অন্যের ফাইল কপি করে নিন সবার অজান্তে ।