বাংলাদেশে এখন সরাসরি ইউটিউব সাইট-এ প্রবেশ করা সম্ভব নয় । অনেকে (http:// এর জায়গায় https://) ব্যবহার করে ইয়টিউব এ প্রবেশ করলেও তা অনেক সময় নেয় এবং ভিডিও প্লে করা সম্ভব হয় না । আবার কেউ কেউ আইপি চেইঞ্জ করে প্রবেশ করে তা নেট এর স্পিড কে কমিয়ে দেয় । আবার অনেকে কিছু সফটওয়্যার ব্যবহার করে যা নেট এর স্পিড কে কমিয়ে দেয় ।
আমি আজ একটি সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনারা খুব সহজেই ইউটিউব এ ব্রাউজ করতে পারবেন, এটি ভিডিও প্লে তো করবেই আবার নেট এর স্পীড স্লো করবে না । আপনারা যারা এই সফটওয়্যার সম্পর্কে জানেন কিংবা আমার আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমা করবেন ।
সফটওয়্যারটির নাম Hotspot Shield ।
ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন ।
পাসওয়ার্ড এর জন্য এইখানে ক্লিক করুন ।
পাসওয়ার্ডটি Extract করার সময় লাগবে ।
Extract করে ইন্সটল করুন । ইন্সটল সম্পূর্ণ হলে পিসি একবার রিস্টার্ট দিন ।
এবার সফটওয়্যার টি চালু করুন, উপরের পিকচার এর মত দেখতে পাবেন ।
সেখান থেকে connect এ ক্লিক করুন ……
হয়ে গেলে আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন… আপনার ব্রাউজার এর উপরে নিচের পিকচার এর মত যদি সবুজ রঙ এর C দেখা যায় তবে আপনি
ইউটিউব সহ ব্লক করা যেকোনো সাইটে প্রবেশ করতে পারবেন ।
সবুজ না হয়ে অন্ন কোন রঙ হলে কিছুক্ষণ অপেক্ষা করুন ।
প্রথম কানেক্ট হতে এবং সাইটে প্রবেশ করতে এক বা দুই মিনিট সমায় নিতে পারে ।
সবাইকে ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন