সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

অবশেষে বাংলাদেশে উদ্বোধন হল থ্রিজি‘র!!

বিসমিল্লাহির রহমানীর রহীম। থ্রিজি এর একটি বিশেষ সংজ্ঞা হল: Application services include wide-area wireless voice telephone, mobile internet access, video calls and mobile TV, all in a mobile environment. আর অবশেষে বাংলাদেশে সরকারী মোবাইল কোম্পানী টেলিটক এর পরিক্ষামূলক থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করলেন মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক অনুষ্ঠান টির সভাপতিত্বে ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, সচীব সুনীল কান্তি বোস, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জু  এবং কম্পিউটার প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানের আলোচনা কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন: বাংলাদেশে মোবাইলের বহুল প্রচলন হলেও এর প্রযুক্তিতে বাংলাদেশ অন্যান্ন দেশের চেয়ে অনেক টা পিছিয়ে ছিল। কিন্তু এখন থেকে বাংলাদেশ এই মোবাইল ফোন প্রযুক্তিতে অন্যান্ন দেশের সাথে প্রতিযোগিতা না করতে পারলেও তাদের সমকক্ষ হতে পারবে বলে আশা রাখি। সমগ্র অনুষ্ঠান টি আয়োজন করা হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবং আয়োজক ছিলেন: টেলিটক।
সুবিধা:
1. থ্রিজি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে।
2. এতে করে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে।
3. ভিডিও কল এর ক্ষেত্রে থ্রিজি বিশেষ ভূমিকা পালন করে।
4. এক কথায় থ্রিজির সবচেয়ে বড় সুবিধা হল: মোবাইল ভিডিও কল ও মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট এর প্রাণ।
সবাইকে অনেক ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন